সখীপুর থানার ওসি টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২১

সখীপুর থানার ওসি টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ

 

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের সখীপুর থানার অফিসার ইনচার্জ একে সাইদুল হক ভূঁইয়া জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হ‌য়ে‌ছেন। সোমবার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অক্টোবর মাসে মামলার মূল রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তিসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য এ ঘোষণা দেন।

অপর‌দি‌কে একই থানার এসআই‌ মনিরুজ্জামান মনিরকে অপরাদ দমনে জেলায় শ্রেষ্ঠ এসআই হি‌সে‌বে ঘোষণা দেওয়া হয়। প‌রে দু`জন‌কে ক্রেস্ট ও সনদ প্রদান ক‌রেন পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) আ. মতিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওসি একে সাইদুল হক ভূঁইয়া জানান, যোগদানের পর থেকে এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি।

আমাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময় তিনি অপরাদ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।

জাগো সখীপুর / এম

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget