সখীপুর উপজেলা আ.লীগের নবনির্বাচিত সভাপতি-শওকত সিকদার, সম্পাদক- অনুপম শাহজাহান জয়

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১

সখীপুর উপজেলা আ.লীগের নবনির্বাচিত সভাপতি-শওকত সিকদার, সম্পাদক- অনুপম শাহজাহান জয়

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ

টাঙ্গাইলের সখীপুর উপজেলা আ.লীগের নবনির্বাচিত সভাপতি হিসেবে আলহাজ্ব শওকত সিকদার ও সাধারণ সম্পাদক হিসেবে অনুপম শাহজাহান জয় মনোনীত হয়।
আজ ১৯ ডিসেম্বর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে সকালে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত শিকদারের সঞ্চালনায় টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবীর কাওছার, পরিবেশ ও বন উপকমিটির সদস্য অনুপম শাহজাহান জয়, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ইঞ্জি. আতাউল মাহমুদ, প্রমুখ বক্তব্য রাখেন।

জাগো সখীপুর / এম জাকির হোসেন 

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget