নোয়াখালীর ডিসি হলেন সখীপুরের মাহবুবুর রহমান

প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২

নোয়াখালীর ডিসি হলেন সখীপুরের মাহবুবুর রহমান

নিজস্ব প্রতিনিধিঃ

১৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এতে নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন দেওয়ান মাহবুবুর রহমান। তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামের সন্তান।

 

গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কেএম আল-আমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁর নতুন পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে দুপুরের পর টাঙ্গাইলের সখীপুরে এই খবরটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ইনস্টাগ্রামে নোয়াখালীর নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে থাকে সখীপুরের সর্বস্তরের জনসাধারণ।

 

দেওয়ান মাহবুবুর রহমান কচুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হাবীবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র। এর আগে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব।

 

মূলত নিজ উপজেলার ছেলে পদোন্নতি পেয়ে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় দিনব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার ছড়াছড়ি নোয়াখালীর এই নবনিযুক্ত ডিসিকে নিয়ে।

 

অনেকের মতোই নিজের ফেসবুকে দেওয়ান মাহবুবুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় জাগো সখীপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক  এম জাকির হোসেন বলেন, ‘সখীপুর উপজেলা থেকে এই প্রথম কেউ ডিসি হলেন। মূলত দেওয়ান মাহবুবুর রহমান একজন ভালো মনের মানুষ। তিনি বড় পদে চাকরি করেও নিজ গ্রাম ও উপজেলার লোকজনকে ভুলে যাননি। সাধ্যমতো সকলেরই খোঁজ-খবর রাখেন। তাই আমার মতো অনেকেই তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন।’

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget