সখীপুরে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট নিয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রকাশিত: ৫:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২২

সখীপুরে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট নিয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু

এম জাকির হোসেন:

সখীপুরে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট নিয়ে মোঃ হুরমুজ আলী (৭৯) নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা ৪৬ মিনিটে মুমূর্ষু অবস্থায় নিজ বাড়িতেই ইন্তেকাল করেন। তার বাড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তনখোলা গ্রামের ৮নং ওয়ার্ডে।
ওই এলাকার স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল হক বলেন,  দীর্ঘদিন ধরে তার ডায়াবেটিস, কিডনি সমস্যা, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট ছিলো। তিনি এক সপ্তাহ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসা দিন ছিলেন।
তিনি আরও বলেন, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট থেকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে চিকিৎসা দিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি পাঠিয়ে দেন। আজ শুক্রবার সকালে ৮টা ৪৬ মিনিটে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

বীর মুক্তিযোদ্ধা হিসেবে মোঃ হুরমুজ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় আজ শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে কীর্ত্তন খোলা মধ্য পাড়া সামাজিক কবর স্থানে দাফন করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget