সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের ২৫ নেতাকর্মী কারাগারে 

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২২

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের ২৫ নেতাকর্মী কারাগারে 

নিজস্ব প্রতিনিধিঃ

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের ২৫ জন নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বিকেলে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হক।
দলীয় নেতাকর্মীরা জানায়, ২০১৮ সালের ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনের সময় পুলিশের দায়ের করা ১৪৩, ১৪৭, ৩৩২, ৩৩৩, ৩৫৩ দণ্ডবিধি মামলার কৃষক শ্রমিক জনতা লীগের ২৫ নেতাকর্মী স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করতে যায়।
বর্তমান ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিশৃঙখলার বিষয় বিবেচনা করে আদালত তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠান।
জেলা কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, জেলা কৃষক শ্রমিক জনতালীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, সখীপুর পৌর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবু জাহিদ রিপন, গজারিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি শামীম আহমেদ, উপজেলা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি ইমরুল হাসান সিকদারসহ দলীয় ২৫ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান গত জাতীয় সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক মামলার শিকার হয়েছেন তারা। অনতিবিলম্বে এই মিথ্যা মামলায় আত্মসমর্পণ করতে আসা নেতাকর্মীদের মুক্তি চাই।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget