সখীপুরে জরাজীর্ণ টিনের ঘরে ৩৮ বছর পাঠদান

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২

সখীপুরে জরাজীর্ণ টিনের ঘরে ৩৮ বছর পাঠদান

সখীপুর প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে ইছাদীঘি দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার ৩৮ বছরেও পাকা ভবন নির্মিত হয়নি। জরাজীর্ণ শ্রেণিকক্ষে চলছে পাঠদান। শিক্ষার উপযুক্ত পরিবেশ থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। দীর্ঘদিনেও প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গজারিয়া ইউনিয়নের এ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠাকাল থেকেই সন্তোষজনক ফলাফল অর্জন করলেও প্রতিষ্ঠানটির অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। ১৯৮৬ সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে।

 

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. আবদুর রশিদ মিয়া বলেন, জরাজীর্ণ টিনের ঘরে একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়। সামান্য বৃষ্টি হলে পাঠদানের উপযোগী থাকে না।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম বলেন, ‘পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানে পাকা ভবন হচ্ছে। মাদ্রাসায়ও পাকা ভবন হবে।

জাগো সখীপুর / এম জাকির হোসেন 

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget