সখীপুরে সাবেক সাংসদ জয়ের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২

সখীপুরে সাবেক সাংসদ জয়ের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

সখীপুর(টাঙ্গাইল)সংবাদদাতা :

সখীপুরে সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয় তার নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করেছেন। শনিবার বিকেলে সখীপুর আবাসিক মহিলা কলেজ মাঠে ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উপস্থিত হয়ে নিজস্ব অর্থায়নে তিনি অসহায়-দুস্থ, এতিম ও শীতার্তদের মাঝে এক হাজার এবং বাসাইল উপজেলার অসহায় দুস্থ এতিমদের মাঝে এক হাজার এই দুই হাজার কম্বল বিতরণ করেন।
বাসাইল সখীপুরের সাবেক সাংসদ ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয় বলেন, ‘আমি অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে দুই হাজার কম্বল বিতরণ করেছি। তবে এ শীতের মাঝে আমার শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকব।’
শীতবস্ত্র বিতরণে সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল , সখীপুর আবাসিক মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রেনুবর রহমান, উপজেলা সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, যুবলীগের সাবেক সভাপতি খলিলুর রহমান খলিল, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, তারেক কিবরিয়া সজীব, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ প্রমুখ।
জাগো সখীপুর / এম জাকির হোসেন