বাসাইলে এতিমদের মাঝে শিক্ষা ভাতা ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২

বাসাইলে এতিমদের মাঝে শিক্ষা ভাতা ও শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের বাসাইলে ‘হেল্প এন্ড নলেজ’ সংস্থার উদ্যোগে অসহায় এতিম ছেলে-মেয়েদের মাঝে শিক্ষা ভাতা, স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গিলাবাড়ী গ্রামে হেল্প এন্ড নলেজ-এর আঞ্চলিক অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাসাইল ও সখীপুর উপজেলার ১৭২ জন এতিম ছেলে-মেয়েদের মাঝে নগদ অর্থ, স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়। এছাড়াও বাসাইল উপজেলার প্রায় ৪শতাধিক অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এই সংস্থাটি।

 

অনুষ্ঠানে হেল্প এন্ড নলেজ-এর চেয়ারম্যান আমীর উজ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন, হেল্প এন্ড নলেজের নির্বাহী পরিচালক কামরুল হাসান, কাউলজানী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আতাউল গনি হাবিব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুহুল আমীন ভূইয়া। সার্বিক তত্ত্বাধায়নে ছিলেন সেহরাইল কাউলজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান হেল্প এন্ড নলেজের আঞ্চলিক অফিসের সদস্য এবিএম নূরুজ্জামান সুজন, হেল্প এন্ড নলেজের প্রোগ্রাম ম্যানেজার আবু জাফর।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget