সখীপুরে ভাষা শহীদদের স্মরণে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প 

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২

সখীপুরে ভাষা শহীদদের স্মরণে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প 

সখীপুর(টাঙ্গাইল)সংবাদদাতাঃ

প্রতিবছরের ন্যায় টাঙ্গাইলের সখীপুরের তালিম ঘরে ভাষা শহীদদের স্বরণে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি, ক্যাম্পস এর প্রতিষ্ঠাতা কিডনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ সামাদের ব্যক্তিগত প্রচেষ্টায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. এখলাসুর রহমান এ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ।
এ সময় অন্যান্যের মধ্যে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আব্দুল হালিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যাম্পস এর সাধারণ সম্পাদক ডা. হারিসুল হক, সখীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত সিকদার, করটিয়া সাদত বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন । এতে সখীপুর, মির্জাপুর ও বাসাইল উপজেলার সহস্রাধিক রোগীকে ৮০ জন বিশেষজ্ঞ ডাক্তার দিনব্যাপি  বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন।
জাগো সখীপুর / এম জাকির হোসেন 

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget