সকলের সহযোগিতায় বাঁচতে চায় গ্রাম পুলিশ আরিফুল ও তার সন্তান

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২২

সকলের সহযোগিতায় বাঁচতে চায় গ্রাম পুলিশ আরিফুল ও তার সন্তান

এম জাকির হোসেনঃ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তন খোলা গ্রামের মো: আবুল হোসেনের ছেলে গ্রাম পুলিশ মো: আরিফুল ইসলাম (২৮) কিডনি রোগে আক্রান্ত  ও তার সন্তান হাসিবুল ইসলাম (৭) জলাতঙ্ক রোগে আক্রান্ত। বর্তমানে কিডনি হারিয়ে আর্থিক অভাব অনটনে সু-চিকিৎসার অভাবে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।

 

আরিফুল ইসলাম ২ সন্তানের জনক। অভাবের সংসারে সংগ্রাম করে বেঁচে আছেন তিনি। পরিবারের সকল দায়িত্ব ছিল তার। সুস্থ থাকাকালীন সময়ে সে বাজারে বাজারে মিষ্টির দোকান করতেন। পরে গ্রাম পুলিশের চাকরি পান। তার উপার্জনের টাকায় চলতো পরিবার। তিনি ই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি । কিস্তির টাকা তুলে ৫ বছর যাবৎ চিকিৎসা করেছেন এতো দিন এখন না পারেন কিস্তি চালাতে না পারছেন চিকিৎসা হতে।

যান তিনি গ্রাম পুলিশের চাকরি নেয়ার ৬ বছর পরেই কিডনি রোগে আক্রান্ত হন।
বর্তমানে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ার কারনে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

 

গজারিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ নঈম উদ্দিন বলেন,গ্রাম পুলিশ আরিফুর ইসলাম ও তার ৭ বছরের ছেলের চিকিৎসা করাতে প্রতি সপ্তাহে অনেক টাকা খরচ হয়। সব মিলিয়ে টাকার অভাবেই জীবন প্রদীপ নিভে যেতে বসেছে আরিফুল ইসলাম ও তিনার সন্তানের। একমাত্র সমাজের বিত্তবানরা পাশে দাড়ালেই আরিফুল ও তার সন্তান চিকিৎসা নিতে পারবে সবাই দয়া করে একটু সহযোগিতা করুন।

পরিবারের পক্ষে এতো টাকা যোগাড় করা কখনোই সম্ভব না। সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছে তার পরিবার।

সহযোগিতা করতে :
গ্রাম পুলিশ আরিফুল ইসলাম মোবাইল নম্বরেঃ বিকাশ 01730 198530

জাগো সখীপুর / এম জাকির হোসেন