সাংবাদিক মোসলেম আবু শফীর ৭ম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ৩:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২২

সাংবাদিক মোসলেম আবু শফীর ৭ম মৃত্যুবার্ষিকী আজ

এম জাকির হোসেন:

আজ ১০ মার্চ (বৃহস্পতিবার) সখীপুরে সাংবাদিক গড়ার কারিগর, সখীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোসলেম আবু শফীর ৭ম মৃত্যুবার্ষিকী আজ।

মোসলেম আবু শফী জন্ম ৪ঠা জ্যৈষ্ঠ ১৩৬৯ বাং; ১৮মে ১৯৬২খ্রীঃ; মঙ্গলবার; (সার্টিফিকেট-২মার্চ ১৯৬৩খ্রীঃ) ১ম শ্রেণিতে ভর্তি হন- কালিয়ানপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ে-১৯৬৯খ্রীঃ ৫ম শ্রেণী পাশ করেন-ঐ -১৯৭৩খ্রীঃ ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন- কচুয়া উঃ বিদ্যালয়ে-১৯৭৪খ্রীঃ ৯ম শ্রেনীতে ভর্তি হন- রাণী ভবানী স্কুল, মধুপুর ১০ম শ্রেনীতে ভর্তি হন- সখীপুর পি,এম পাইলট উঃ বিদ্যালয় এসএসসি পাশ করেন- সখীপুর পি,এম পাইলট উঃ বিঃ থেকে। এইচএসসিতে ভর্তিহন সা’দত বিশ্ববিদ্যালয় কলেজে – ১৯৭৯খ্রীঃ এইচএসসি পাশ করেন- সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে-১৯৮১খ্রীঃ অর্থনীতি(সম্মান) বিভাগে ভর্তি হন- সা’দত বিশ্ববিদ্যালয় কলেজে- ১৯৮২খ্রীঃ অর্থনীতিতে ২য় বিভাগে পাশ করেন – সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে-১৯৮৫খ্রীঃ অর্থনীতি(এম এ) ২য় বিভাগে পাশ করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ে -১৯৮৬খ্রীঃ ১ম চাকুরীতে যোগদান করেন নগর উন্নয়ন অফিস , রাজশাহী-১৯৮৬খ্রীঃ অধ্যক্ষের দায়িত্ব পালন করেন-সখীপুরে আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুল- ১৯৯৩-১৯৯৪খ্রীঃ প্রভাষক (অর্থনীতি)হিসেবে যোগদান করেন মুজিব ডিগ্রি কলেজে-১৯৯৪খ্রীঃ আমৃত্যু। মৃত্যু ১০ মার্চ ২০১৫ সোমবার। রাজনীতিঃ – সখীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি, ১৯৯১/৯২ সালে সখীপুর উপজেলা যুবলীগের সভাপতি, ১৯৯৬ সালে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সাংবাদিকতাঃ শুরুর দিকে সাপ্তাহিক টাংগাইল লোককথা, দৈনিক জাহান (ময়মনসিংহ), দৈনিক সংবাদ, দৈনিক যুগান্তর। প্রতিষ্ঠাতা সভাপতি সখিপুর প্রেসক্লাব ; আমৃত্যু সভাপতি পদে দ্বায়িত্ব পালন করেন। মৃত্যু পূর্ব পর্যন্ত অন্যান্য যে সব সংগঠনে তিনি জড়িত ছিলেন, সভাপতি কে জি কে উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি। সভাপতি সুজনঃ সুশাসনের জন্য নাগরিক, সখীপুর। আহবায়ক- উদীচি শিল্পগোষ্ঠী সখীপুর শাখা। সদস্য সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা পর্ষদ। সদস্য দুদকঃ দুর্নীতি দমন কমিশন, সখীপুর শাখা।

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মিডিয়া বিভাগের প্রযোজক মো: অমিত জাহিদি হিমেল  তিনার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারী ২০১৫ তারিখ রাত ১০টার সময় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। বিএসএমএমইউ তে ও ১৫ দিন আইসিইউতে থাকা অবস্তায় ১০ মার্চ বিকাল ৪ টার দিকে মারা যান তিনি।

 

জাগো সখীপুর/ এম

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget