সখীপুরে ২৬ বস্তা চাল জব্দ, গ্রেপ্তার ২

প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২২

সখীপুরে ২৬ বস্তা চাল জব্দ, গ্রেপ্তার ২

সখীপুর প্রতিনিধি

সখীপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ২৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে খাদ্য বিভাগের কর্মকর্তারা উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের কাশেম বাজার এলাকার বিল্লাল হোসেনের দোকান থেকে এসব চালের বস্তা উদ্ধার করেন। এ ঘটনায় মামলা করা হয়েছে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা সঙ্গে ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আশরাফুল আলম ফাহিম বলেন, একজন ব্যক্তি খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ কেজি বস্তার চাল কিনে দোকানে মজুত করে রেখেছেন খবর পেয়ে অভিযান চালিয়ে ২৬ বস্তা চাল জব্দ করা হয়।

 

এ সময় বিল্লাল হোসেন ও ফজলুর রহমান ফাইজুর নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আসামি করে মামলা করা হয়েছে। তবে থানা হাজতে আটক বিল্লাল হোসেন বলেন, ‘আমি কয়েকজন নারীর কাছ থেকে প্রতি বস্তা চাল ৮০০ টাকা দরেকিনে রেখেছিলাম।’

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget