ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২২
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্র শামীম আল মামুনের (২৫) মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ২৩ জুন দুপুর ১২টার দিকে সখীপুর-গোড়াই-ঢাকা সড়কের নলুয়া আড়ালিয়াপাড়া এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মামুন গুরুতর আহত হন। তিনি উপজেলার বোয়ালী গ্রামের কদম আলীর ছেলে এবং করটিয়া সাদত কলেজের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
শামীম আল মামুনের বড় ভাই সুমন আহমেদ জানান, জুন দুপুর ১২টার দিকে মামুন ও তাঁর বন্ধু মোটরসাইকেল নিয়ে নলুয়া থেকে বাড়ি ফিরছিলেন। আড়ালিয়া পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ