সখীপুরে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই; ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২২

সখীপুরে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই; ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সখীপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের সখীপুরে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়েছে।শনিবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া স্কুল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে দোকানের প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে সখীপুর ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।
এসময় ফায়ার সার্ভিস ইউনিটের কর্মকর্তা শাকিল আহমেদ জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও দোকানের মালিক এরশাদ আহমেদ জানান, আগুনে অন্তত ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে তার।
কচুয়া বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীম জানান, অগ্নিকান্ডে দোকানের সব মালামাল পুড়ে গেছে। এরশাদ যেনো আবার পুনরায় ব্যবসা শুরু করতে পারেন এজন্য সরকারি অনুদানের দাবি জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget