ঢাকা ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২২
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে ২০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছেন আশ্রয়ন প্রকল্পের আওতাধীন ঘরের চাবি। এ নিয়ে তৃতীয় পর্যায়ে সখীপুরে ১৩৫টি ঘরের চাবি হস্তান্তর করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে ভার্চুয়ালি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে আশ্রয়ন প্রকল্পের আওতায় জমিসহ ২৬২২৯ টি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন এবং উপস্থিত সকলে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার(২১ জুলাই) সখীপুর উপজেলা প্রশাসন ২০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর করেন। উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফারজানা আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাড.জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
অনুষ্ঠানে এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার,ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার,ওয়াদুদ হোসেন, দুলাল হোসেন ও সরকার নূরে আলম মুক্তা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ , সখীপুর উপজেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক ডা: জাকিয়া ইসলাম জ্যোতিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ