সখীপুরে এমপিওভূক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপিকে সংবর্ধনা

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২

সখীপুরে এমপিওভূক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপিকে সংবর্ধনা

সখীপুরে(টাঙ্গাইল)সংবাদদাতাঃ

 

টাঙ্গাইলের সখীপুরে দীর্ঘদিন পর বেড়বাড়ী দাখিল মাদরাসা এমপিওভূক্ত করায় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার বিকেলে মাদরাসা মাঠে মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

 

 

মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফর আহমেদের সভাপতিত্ত্বে সংবর্ধীয় অতিথি হিসেবে টাঙ্গাইল ০৮ বাসাইল- সখীপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের উপস্থিত ছিলেন।

 

 

এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, করটিয়া সাদত কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসলিমা খাতুন, সাধারণ সম্পাদক রওশন আরা রিতা, মাদরাসা সুপার কামরুজ্জামানসহ ইউপি চেয়ারম্যানগণ,সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget