ঢাকা ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২২
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে ১৪ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে ‘সৃজনশীল সখীপুর’ নামে একটি সামাজিক সংগঠন উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ওই অনুষ্ঠানে একই বংশের (গোষ্ঠী) ১৪ মুক্তিযোদ্ধাকে এ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক ইউএনও ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি শওকত শিকদার, চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম, সংবর্ধেয় বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মুন্সী প্রমুখ।
অনুষ্ঠান শেষে সংবর্ধেয় ৯ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট তাদের হাতে এবং মৃত ৫ বীর মুক্তিযোদ্ধার ক্রেস্ট তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যজন আলী হাসান।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ