সখীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২২

সখীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সমাবেশ, র‍্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

 

মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন সখীপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সচীন্দ্র চন্দ্র কোচের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার। উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র কোচের সঞালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র সরকার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ,কোচ রতন রায়, প্রশান্ত কুমার সরকার, পবিত্র কুমার বর্মন, নরেশ চন্দ্র সরকার, নাজমুল হুদা মাস্টার, কৃষ্ণ কর্মকার প্রমুখ।

 

 

র‍্যালী ও আলোচনা সভা শেষে আদিবাসী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।