জাতীয় শোক দিবসে সখীপুরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

জাতীয় শোক দিবসে সখীপুরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সখীপুরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।

 

 

 

এ উপলক্ষে সখীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, শোক র‍্যালি, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর গান প্রতিযোগিতা, আলোচনা সভা, মসজিদ মন্দিরে দোয়া মাহফিল, কোরআন খতম, যুব ঋণ বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

 

সোমবার সকালে উপজেলা হলরুমে ইউএনও ফারজানা আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা আ.লীগের সভাপতি শওকত সিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রফেসর আলীম মাহমুদ, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন মুকুল, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, অধ্যাপিকা মুসলিমা খাতুন প্রমুখ বক্তব্য দেন। অন্যদিকে উপজেলা আ.লীগ উপজেলার ১২১টি স্থানে গণভোজের আয়োজন করে। গণভোজে উপজেলা আ.লীগের সভাপতি শওকত সিকদার, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ অংশ নেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget