সখীপুরে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২২

সখীপুরে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত

 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

 

টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সহ পরিষদ সভাকক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

 

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ জন শিক্ষার্থী অংশ নেয়।

 

 

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত, সাংবাদিক সাইফুল ইসলাম সানি, শিক্ষার্থীদের মধ্যে সুন্নাত, তাজরীন, শাকিরা, সাদমান, রেজওয়ান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান।

 

 

উপস্থাপক সজীব দত্ত জানান, আগামী ২০ আগস্ট শনিবার রাত ৮ টা ১০ মিনিটে বাংলাদেশ বেতার ঢাকা-ক ও এফএম ১০৬ মেগাহার্টজে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি প্রচারিত হবে।