সখীপুরে ক্লাস ‘ফাঁকি’ দিয়ে আড্ডা দেওয়া ১৩ ছাত্র-ছাত্রীকে আটক করল পুলিশ!

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২

সখীপুরে ক্লাস ‘ফাঁকি’ দিয়ে আড্ডা দেওয়া ১৩ ছাত্র-ছাত্রীকে আটক করল পুলিশ!

প্রতিক ছবি

 

 

নিজস্ব প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে স্কুল ও কলেজের ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে আড্ডা দেওয়ায় ১৩ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে পৌর এলাকার নিশ্চিন্তপুর ও বাঁশবাড়ী রেস্টুরেন্টে অড্ডা দেওয়ার সময় তাদের আটক করা হয়।

 

 

পরে আটককৃত শিক্ষার্থীদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হবে বলে জানায় পুলিশ।

 

 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, বখাটেপনা, কিশোর অপরাধ, ইভ টিজিং প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান চলছে। এ সময় ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে আড্ডা দেওয়ায় ১৩ শিক্ষার্থীকে আটক করা হয়।

 

 

পরে অভিভাবকদের মুচলেকায় তাদের ছেড়ে দেওয়া হবে। কিশোর অপরাধ, ইভ টিজিং নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget