নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে জহিরুল ইসলামকে আহ্বায়ক ও মাহবুবুর রহমান রাসেলকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব মো. নুরুল হক স্বাক্ষরিত গত ২৪ আগস্ট ১০৫ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এ কমিটির যুগ্ম-সদস্য সচিব শামীমুর রহমান সাগর বলেন, `দেশের সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করতে ছাত্রদের জন্য ছাত্র অধিকার পরিষদ, যুবদের জন্য যুব অধিকার পরিষদ, শ্রমিকদের জন্য শ্রমিক অধিকার পরিষদ, পেশাজীবীদের জন্য পেশাজীবী অধিকার পরিষদ ইতিমধ্যে টাঙ্গাইলে গঠন করা হয়েছে। আজকে আমাদের টাঙ্গাইলে মূলদল গণ অধিকার পরিষদ-এর আহ্বায়ক কমিটি গঠনের মধ্যদিয়ে মূলদলের কার্যক্রম শুরু করা হয়েছে।’