আগে উনি ঘুরে আসুক, তারপর মন্তব্য : মির্জা ফখরুল

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২

আগে উনি ঘুরে আসুক, তারপর মন্তব্য : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগে উনি ঘুরে আসুক। কী নিয়ে আসছেন আমরা দেখি। তারপর কমেন্ট করব।’

 

 

 

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক স্মরণসভায় প্রধানমন্ত্রীর সফর নিয়ে সাংবাদিকদের লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

 

সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে।

 

 

মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর বিষয়ে আমাদের অভিজ্ঞতা খুব তিক্ত ও হতাশার। আমরা প্রত্যেকবার আশা করেছি, এবার প্রধানমন্ত্রী আমাদের জন্য কিছু আনবেন। প্রত্যেকবার দেখেছি অত্যন্ত হতাশার সঙ্গে, নিরাশার সঙ্গে দিয়ে এসেছেন, নিয়ে আসেননি।’

 

 

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের কর্মজীবন তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ‘তার মৃত্যুতে শুধু বিএনপি নয়, বাংলাদেশ অত্যন্ত যোগ্য ও সফল একজন অর্থমন্ত্রীকে হারিয়েছে। আজ আমরা অত্যন্ত কঠিন সময় পার করছি। এ সময়ে সাইফুর রহমান সাহেব যদি আমাদের সঙ্গে থাকতেন, নিঃসন্দেহে একদিকে রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে তিনি আমাদের সঙ্গে থেকে সহযোগিতা করতেন। অন্যদিকে, এ সরকার যে ভ্রান্ত উন্নয়ন বিপ্লব সৃষ্টি করেছে, সেটার আসল চেহারা তিনি উদ্ঘাটন করতে সক্ষম হতেন এবং সরকারের যে মূল চেহারা, সেটাকে উন্মোচন করতেও তিনি সক্ষম হতেন।’

 

 

২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারে নিজেদের এলাকা বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার খড়িয়াল নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন এম সাইফুর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget