সখীপুরে চাঞ্চল্যকর কলেজছাত্র হত্যার পাঁচ আসামি গ্রেফতার

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২২

সখীপুরে চাঞ্চল্যকর কলেজছাত্র হত্যার পাঁচ আসামি গ্রেফতার

 

নিজস্ব প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখীপুরে কলেজছাত্র মাজহারুল ইসলাম হত্যার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার ১নম্বর আসামিসহ এজারভুক্ত পাঁচ জনকে গ্রেফতার করে।

 

 

তাদেরকে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকা থেকে চারজন এবং মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃতরা হল, মামলার প্রধান আসামি উপজেলার কালিয়ান গ্রামের ফরিদ মিয়ার ছেলে ইয়ারুল ইসলাম (১৯), আ. রশিদ মিয়ার ছেলে ছাব্বির আহমেদ (১৯), শহিদ মিয়ার ছেলে শান্ত (২০), আনোয়ার হোসেনের ছেলে সুজন মিয়া (২২) এবং কুদ্দুস মিয়া ছেলে শহীদ মিয়া (৫৫)।

 

 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা গা ঢাকা দেয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে প্রধান আসামিসহ হত্যাকাণ্ডে জড়িত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর (শুক্রবার) খেলার মাঠে মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করতে গেলে আসামিরা মাজহারুলকে পিটিয়ে আহত করে। পরে সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। সে কালিয়ান দক্ষিণ পাড়া এলাকার আ. মালেক মিয়ার ছেলে এবং সরকারি সা’দত কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget