সখীপুরে উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি ঘোষণা

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২

সখীপুরে উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি ঘোষণা

 

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :

টাঙ্গাইলের সখীপুরে উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি ঘোষণা করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিএনপি’র নিজস্ব কার্যালয়ে এ ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শুরু হয়।

 

এতে উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান সাজু’র সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ,টাঙ্গাইল জেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট আহমেদ আযম খান প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন। কাউন্সিল অধিবেশনে এডভোকেট আহমেদ আযম খান আগামী তিন বছরের জন্য উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান সাজুকে উপজেলা বিএনপির সভাপতি এবং সদস্য সচিব আবদুল বাছেদ মাস্টারকে সাধারণ সম্পাদক ।

এ ছাড়া পৌর বিএনপির আহবায়ক নাছির উদ্দিন কমিশনারকে পৌর বিএনপির সভাপতি এবং সদস্য সচিব মীর আবুল হাসেমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

কাউন্সিল অধিবেশনে অন্যদের মধ্যে জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম জাকির হোসেন / জাগো সখীপুর 

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget