সখীপুর পৌরসভা দেশে কো-কম্পোস্ট প্ল্যান্ট মডেল হিসেবে মনোনীত

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২২

সখীপুর পৌরসভা দেশে কো-কম্পোস্ট প্ল্যান্ট মডেল হিসেবে মনোনীত

 

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বর্জ্য ব্যবস্থাপনায় সখীপুর পৌরসভার দেশের কো-কম্পোস্ট প্ল্যান্ট মডেল হিসেবে মনোনীত হয়েছে।
সখীপুর পৌরসভা কো-কম্পোস্ট প্ল্যান্ট ৮বর্ষে পদার্পণ এবং দেশে কো-কম্পোস্ট প্ল্যান্ট মডেল হিসেবে মনোনীত হওয়ায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার পৌর ক্যাম্পাসে টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি এ অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন ।
অনুষ্ঠানে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে টাঙ্গাইল জেলা পলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অর্থমন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আমিন শরীফ সুপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম, বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ.ক.ম সিরাজুল ইসলাম, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, চর্যাপদ গবের্ষক প্রফেসর আলীম মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।
এসময় সখীপুর কো-কম্পোস্ট প্ল্যান্টের সাথে সম্পৃক্ত উপজেলা ২৫জন কৃষক ও সস্বাস্থ্য সুরক্ষা কর্মীকে পুরুস্কৃত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ৩২৮ টি পৌরসভার মধ্যে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার কো-কম্পোস্ট প্ল্যান্ট মডেল হিসেবে মনোনীত হয়েছে । আগামীতে দেশের ১০৫টি পৌরসভা এই মডেলকে অনুকরণ ও অনুসরণ করে কো-কম্পোস্ট প্ল্যান্ট নিয়ে কাজ করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget