টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলেন সখীপুরের আনোয়ার তালুকদার

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২২

টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলেন সখীপুরের আনোয়ার তালুকদার

নিউজ ডেস্কঃ

টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ১২ নং ওয়ার্ডের (সখীপুর) সদস্য পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার তালুকদার। তিনি কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

দুইজন হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে ১২০ ভোটের মধ্যে ৪৭ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবদুল হাই তালুকদার পেয়েছেন ৪২ ভোট এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার কামরুল হাসান পেয়েছেন ৩১ ভোট।

প্রিজাইডিং অফিসার সামিউল বাছির ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর আনোয়ার তালুকদার বলেন, সুষ্ঠ সুন্দর ভোট হয়েছে। আর এতে জনগনের বিজয় হয়েছে।