ঢাকা ১লা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২২
নিজস্ব প্রতিনিধিঃ-আগুনে পুড়ে ছাই হলো কৃষক আনোয়ার বাদশার স্বপ্ন। সখীপুর উপজেলার কালিয়া ঘোনারচালা পূর্ব পাড়া এলাকার কৃষক আনোয়ার বাদশার গোয়ালঘরে আগুন লেগে দুটি গরু ও পাঁচটি ছাগলের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, কৃষক আনোয়ার বাদশা মশার উপদ্রব থেকে রক্ষা পেতে প্রতিদিনের মতো গোয়ালঘরের পাশে লাকড়িতে আগুন দেন। ধারণা করা হচ্ছে, এখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। দুটি গরু ও পাঁচটি ছাগলের সঙ্গে টিনের গোয়ালঘরটিও পুড়ে গেছে। এতে আনোয়ারের দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়ে গরু ও ছাগলগুলো কেনা হয়েছিল বলে জানান কৃষক আনোয়ার।
কৃষিজমি চাষাবাদ করেন আনোয়ার বাদশা। ছয় সদস্য নিয়ে অভাবের সংসার তার। তিনি বলেন, ‘গরু ও ছাগলগুলো মারা যাওয়ায় নিঃস্ব হয়ে গেলাম।’
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : আশরাফুল আলম শরীফ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ