ঢাকা ১লা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২২
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎ বিভাগের করা মামলায় মো. তারেক মিয়া (৩৫) নামের এক সবজি বিক্রেতা ৯ দিন ধরে কারাগারে রয়েছেন।
৫৪ হাজার ৫৪৮ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে পিডিবির সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। ওই মামলায় পরোয়ানা জারি হলে ১৬ অক্টোবর তারেককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
জানা গেছে, তারেক পিডিবির গ্রাহক নন। তাঁর নামে নেই কোনো মিটার বা আবাসিক হিসাব। মামলায় যে হিসাব নম্বরটি উল্লেখ করা হয়েছে তা স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম তারা মিয়ার নামে। তারেক মিয়া সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জেলখানা মোড় এলাকায় তারা মিয়ার বাসায় ভাড়া থাকতেন। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তারেক কারাগারে থাকায় অর্ধাহারে-অনাহারে দিন কাটছে পরিবারটির।
তারেকের স্ত্রী মিতু আক্তার বলেন, ‘আমরা প্রত্যেক মাসেই বিদ্যুৎ বিল পরিশোধ করছি। কখনো বাকি রাখি নাই। আমাগো আগেও বহু বছর ওই বাসায় অন্য ভাড়াটিয়ারা থাকত। সম্ভবত তারাই ওই বিল বাকি রাইখ্যা গেছে। এহন আমার স্বামীর ঘাড়ে চাপানো হইছে।’
বাসার মালিক সাইফুল ইসলাম তারার মোবাইলে ফোনে একাধিকবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি।
প্রতিবেশী ইলিয়াস কাসেম বলেন, বিদ্যুৎ বিভাগের অবহেলায় দীর্ঘদিন ধরে জমে থাকা বকেয়া বিল বাসার মালিকের প্ররোচনায় তারেকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বলেন, বিদ্যুৎ ব্যবহারকারী হিসেবে ভাড়াটিয়া তারেকের নামে মামলা দেওয়া হয়েছে।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : আশরাফুল আলম শরীফ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ