ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির নতুন সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু। সম্মেলনের মাত্র দুই মাসের মাথায় উপজেলা বিএনপির শীর্ষ পদ থেকে সরে যাওয়ার ঘোষণায় বিব্রত দলটির তৃণমূল নেতা-কর্মীরা। তবে ঠিক কী কারণে হঠাৎ এমন সিদ্ধান্ত তা জানা যায়নি।
গতকাল সোমবার বেলা একটার দিকে শাহজাহান সাজু তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘আমি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সভাপতি, সখীপুর উপজেলা বিএনপি। আমি পারিবারিক এবং শারীরিক অসুস্থতার কারণে আজ থেকে সখীপুর উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। আগামী দু-তিন দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে নিজেকে সব পদ-পদবি থেকে সরিয়ে নেব। বিএনপি পরিবারের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’
এ বিষয়ে জানতে চাইলে শাহজাহান সাজু ফেসবুক পোস্টের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আপাতত শারীরিক অসুস্থতার কারণটিই জেনে রাখুন। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাব।’
পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন বলেন, ‘আমি কয়েক দিন ধরে ব্যক্তিগত কাজে সখীপুরের বাইরে অবস্থান করছি। তাই এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না।’
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুকে সভাপতি করে ১০১ সদস্যের উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ