ঢাকা ১লা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২
সখীপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী। শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোখতার ফোয়ারা চত্বর এসে বিক্ষোভ মিছিল শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত শিকদারের বক্তবের মধ্য দিয়ে এ বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।
এসময় অন্যান্যদের মাঝে বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর তারেক, পৌর আওয়ামী লীগের সভাপতি আহাম্মদ আলী মিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মো.জিন্নত মিয়া, কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ রহিজ উদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম রুহুল আমিন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম শামীম, খলিলুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাথি, সেচ্ছাসেবক লীগের সভাপতি মো.কামরুল হাসান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ সরকার, সাবেক সভাপতি মীর্জা শরীফ প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগে ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : আশরাফুল আলম শরীফ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ