সখীপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালন

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২২

সখীপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালন

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:

সখীপুরে “সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়বিচার” এই স্লোগানকে প্রতিপাদ্য করে বাংলাদেশ মানবাধিকার কমিশন, সখীপুর উপজেলা শাখা ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস পালন করে।

আজ ১০ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় সখীপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামন হতে রেলি বের হয়ে উপজেলার মুক্তার ফোয়ারা চত্বর ঘুরে এসে উপজেলা হল রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয় ।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সখীপুর আবাসিক মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাকির হোসেন, অধ্যাপক আবদুল আলীম, অধ্যাপক আহম্মদ আলী, পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন, কামরুল হাসান, বহুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি রিয়াজ উদ্দিন, সখীপুর গুড-নেইবারসের ম্যানেজার সাইফুল ইসলাম, পারভীন আক্তার প্রমুখ।

এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূঁইয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget