প্রয়াত সাংসদ শওকত মোমেন শাহজাহানের ৯ম মৃত্যু বার্ষিকী আজ

প্রকাশিত: ৪:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৩

প্রয়াত সাংসদ শওকত মোমেন শাহজাহানের ৯ম মৃত্যু বার্ষিকী আজ

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের নবম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষে ২০ জানুয়ারি শুক্রবার স্থানীয় আওয়ামী লীগ, শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কোরআন খানি, হামদ-নাত প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

শওকত মোমেন শাহজাহান সখীপুর আবাসিক মহিলা কলেজ, সূর্য তরুণ শিক্ষাঙ্গণ স্কুল এন্ড কলেজ, বাসাইল জোবেদা-রোবেয়া মহিলা কলেজসহ বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।

এছাড়া তিনি একাধারে কবি, উপন্যাসিক, নাট্যকার, ক্রিড়া সংগঠক এবং সংস্কৃতিকর্মী ছিলেন। তিনি সবশেষ ‘যুগে যুগে জন্ম নেব তোমার জন্ম দিনে’ ‘মহাত্মা শেখ হাসিনা, অঞ্জলি লহ মোর’ বই সম্পাদনা করেন।

উল্লেখ্য, কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান টাঙ্গাইল-৮ আসনে আওয়ামী লীগ থেকে চারবার সংসদ সদস্য ও সবশেষে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ২০১৪ সালের ২০ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেন।

জাগো সখীপুর / এম জাকির হোসেন 

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget