সখীপুরে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আ’লীগের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৩

সখীপুরে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আ’লীগের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:

দেশব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আ’লীগের কর্মসূচির অংশ হিসেবে সখীপুরে উপজেলা আ’লীগের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগ কার্যালয় থেকে মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুখতার ফোয়ারা চত্বরে এসে সমাবেশ করেন।

 

ইউ.সি.সি.এ লি:এর চেয়ারম্যান কে.বি.এম রুহুল আমিনের সঞ্চালনায় উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ শওকত শিকদার, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্য বিএনপি ও জামাতের গুজব,সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদ করে আ’লীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন। সেই সাথে ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়কের সখীপুর অংশে মরা গাছ কাটার টেন্ডার হয় কিন্তু ওই ঠিকাদার মরা গাছের সথে চুরি করে তাজা গাছ কাটছে বলে অভিযোগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও আইন প্রয়োগকারী সংস্থার নীরবতার প্রশ্ন তুলেন। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন।

 

 

অন্যান্যদের মধ্যে মিছিল ও সমাবেশে এসময় উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল, আজহারুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক ডি.এম শরিফুল ইসলাম শফি, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর তারেক, সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আক্কাছ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সাথি ,খলিলুর রহমানসহ উপজেলা আ’লীগ ,যুবলীগ, ছাত্রলীগ ,স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget