নবসৃষ্টি শিক্ষা পরিবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৩

নবসৃষ্টি শিক্ষা পরিবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখীপুরে সৃষ্টি শিক্ষা পরিবারের আদলে গড়া নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৮ টা থেকে নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের সভাপতি নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক, বিআরডিবি ভাইস চেয়ারম্যান, দক্ষিণ সখীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু,অনু কর্পোরেশনের স্বত্ত্বাধিকারি মোঃ মিজানুর রহমান লিটন, বেড়বাড়ী খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নবাব আলী শিকদার, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসাইন, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক, দক্ষিণ সখীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক খান মুহাম্মদ মনির, রাজু ক্যাডেট একাডেমিক স্কুল তক্তারচালা শাখার পরিচালক মোঃ আরিফুল ইসলাম, যাদবপুর ইউনিয়ন আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বায়েজিদ শিকদার, সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন, যাদবপুর বেড়বাড়ী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল শিকদার,  সাংবাদিক সজল আহমেদ, হৃদয় খান পাশা, মোঃ মিজানুর রহমানসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget