দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে সখীপুরে বিক্ষোভ

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে সখীপুরে বিক্ষোভ

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদ ও পাঠ্যক্রমে ইসলাম বিরোধী বির্তকিত বিষয় বাতিল এবং শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে টাঙ্গাইলের সখীপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা শাখা।

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ ফেব্রুয়ারী শুক্রবার বাদ আসর সখীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে মোখতার ফোয়ারা চত্বরে আসেন এবং সংক্ষিপ্ত সমাবেশ করেন।

 

সমাবেশে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা শাখার সেক্রেটারি ইউনুস আলী, জয়েন সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।

 

 

নেতৃবৃন্দ বলেন, শিক্ষা সিলেবাসের অসঙ্গতি, ত্রুটি-বিচ্যুতি নিয়ে আমরা ধারাবাহিকভাবে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি। আমাদের এ ধারাবাহিক কার্যক্রমকে শিক্ষামন্ত্রী ভিন্নখাতে প্রবাহিত করে মিথ্যাশ্রয়ী সাব্যস্ত করার চেষ্টা করেছিলো। ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির দু’টি বই বাতিল করে এখন শিক্ষামন্ত্রীই মিথ্যুক প্রমাণিত হয়েছেন। অতএব শিক্ষা মন্ত্রী এমন একটি গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন না।

 

 

নেতৃবৃন্দ আরো বলেন,অনেক নির্দোষ আলেম বছরের পর বছর কারাবন্দী আছেন,তাদের দ্রুত মুক্তির ব্যবস্থা করুন।
দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধ্বগতি চলছে,নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, জনগণের পিঠ দেয়ালে গিয়ে ঠেকেছে।
অবিলম্বে পাঠ্যক্রম থেকে বিতর্কিত পাঠ্যক্রম বাতিল, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।পরে মুফতি ইসমাইল হোসাইনের দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন।

 

 

এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা শাখার সহ-দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, ইসলামী যুব আন্দোলনের সভাপতি কবির হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার দাওয়াহ সম্পাদক আজিজুল ইসলাম, থানা শাখার সভাপতি বিপ্লব তালুকদার,সহ-সভাপতি সাব্বির হাসান, সেক্রেটারি মাশরাফিসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget