রমজান উপলক্ষে সখীপুরে ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩

রমজান উপলক্ষে সখীপুরে ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা শাখা।

 

শনিবার (১৮ মার্চ) বাদ আসর সখীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ওই মিছিল বের হয়।

 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে পবিত্র মাহে রমজানকে স্বাগত ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবি জানিয়ে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ মিয়া।

 

 

তিনি বলেন,
রমজানকে সম্মান জানিয়ে সারা বিশ্বের মুসলিম ব্যবসায়ীরা মুনাফা অর্জন থেকে বিরত থাকে, পণ্যের দাম কমিয়ে দেন। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা রমজানের জন্য বসে থাকেন।

 

 

আরো বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী রমজানকে সুযোগ হিসেবে নেন। অধিক মুনাফার জন্য বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেন। আমরা ব্যবসায়ী ভাইদের অনুরোধ করব, যেন এই ধরনের কাজ তারা না করেন এবং দিনের বেলা সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার অনুরোধ জানান।

মিছিলটি সখীপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোখতার ফোয়ারা চত্বরে এসে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা শাখার সেক্রেটারি ইউনুস আলী, জয়েন সেক্রেটারি সাইফুল ইসলাম, মুফতি ইসমাইল হোসাইন, মাওলানা আল আমিনসহ প্রমুখ ও নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget