সখীপুরে সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ৩:০৮ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৩

সখীপুরে সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২০ মার্চ) সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ কফিল উদ্দিন বিএসসি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সখীপুর বাসাইল এর জাতীয় সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি বলে জানাযায়।

 

 

এসময় অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করে বক্তব্য রাখেন, সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। বক্তব্য রাখেন ১নং কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল,বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূরে আলম মুক্তা,কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জামাল হোসেন।

 

 

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহের বিএসসি, রুহুল আমীন মেম্বার, শহীদ মেম্বার,মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান, বাঘেরবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শোয়েব-আল মামুন,ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান,মোন্তাজ নগর আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন,হামিদপুর গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, মাসুম পারভেজ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দ প্রমুখ।

 

 

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget