ঢাকা ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৩
বাসি ফুলে হয় না মালা
✍️মুহাম্মদ লুৎফর রহমান✍️
বাসি ফুলে হয় না মালা
জ্যোতি মাখা সুবাসি,
কোনো ক্ষণে সাধ মিটে না
ভাগ্য হলে কুরাশি।।
নিজকে নিজে চিনে যেজন
সেই তো ধন্য পাগল মন,
গুরু জানে ভক্তের জ্বালা
কাঁদে গুরুর দু’নয়ন ।
সন্ধ্যা হলে সূর্য ডুবে
দিনের আলো থাকে না,
উড়ে গেলে হৃদয় পাখি
কভু ফিরে আসে না।।
ধোঁয়া ধোঁয়া সবই ধোঁয়া
বাঁজবে একদিন মরণ বীণ,
মহান আল্লাহ্ মাফ করে দাও
তোমার প্রতি আমার ঋণ।
গুরু আলীম মাহমুদ বিনে
নেই লুৎফরের সুগতি,
গুরুর কথা স্মরণ করি
মুছে যদি দুর্গতি।
……………………………….
২২মার্চ২৩, সখীপুর, টাঙ্গাইল।
(উৎসর্গ: গীতিগুরু প্রিন্সিপাল আলীম মাহমুদ স্যারের প্রতি… ❤️)
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : আশরাফুল আলম শরীফ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ