সখীপুরে মেয়র আবু হানিফ আজাদ এর ৬৮তম জন্মদিন পালিত

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৩

সখীপুরে মেয়র আবু হানিফ আজাদ এর ৬৮তম জন্মদিন পালিত

 

 

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,
বিশেষ প্রতিনিধিঃ

 

শনিবার(১ এপ্রিল)২০২৩
টাঙ্গাইলের সখীপুর পৌর সভার তিন বারের সফল(বর্তমান)মেয়র জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ এর ৬৮ তম জন্মদিন আজ।
আজকের এই দিনে ১৯৫৫ সালের১ এপ্রিল এই গুণী ব্যক্তির সখীপুর পৌর সভার গড়গবীন্দপুরে জন্ম গ্রহণ করেন তিনি।

 

 

জানা যায়, তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সম্মানিত সদস্য ও টাঙ্গাইল জেলা মেয়র এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মেয়র আবু হানিফ আজাদ।
তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন এবং সে সময় তিনি সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন।তিনি সখীপুরের ১০ জন মুক্তিযোদ্ধার মধ্যে অন্যতম একজন।
ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী ও আদর্শিক একজন মানবিক মানুষ হিসেবে জনমনে নেতিবাচক প্রভাব ধরে রেখেছেন বলেই বৃহত্তর গজারিয়া ইউনিয়ন এর সাবেক ইউপি চেয়ারম্যান থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বার বার নির্বাচিত সফল মেয়র হিসেবে সখীপুর পৌর সভাকে (গ)শ্রেণি থেকে (ক)শ্রেণিতে রূপান্তর করতে পেরেছেন।

 

 

 

ইতিমধ্যে সখীপুর পৌর সভাকে শতভাগ বিদ্যুতায়ন,ড্রেনেজ ব্যবস্থাপনা ও বর্জ্য নিষ্কাশন এবং পৌর ব্যবসায়ী বণিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছেন তিনি।
এই মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি জাতির শ্রেষ্ঠ সন্তান আবু হানিফ আজাদ মহোদয় এর জন্মদিনে রাত ১২টা থেকে বিভিন্ন ইউনিটির রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুধীমহল তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে থাকে।
বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ মেয়র তার ৬৮ তম জন্মদিনকে ভিন্ন এবং ব্যতিক্রমি উদ্যোগে উপস্থাপন করেন তিনি।
এতএত আকাশস্পর্শী আয়োজন রেখে তিনি সখীপুরের সাংবাদিক ডেকে খুঁজ নিতে চেষ্টা করেন গত ২৯ মার্চ রাতে পৌর সভার ৯নং ওয়ার্ডে জনতা বাজার ওরফে ফুটানি বাজারে একরাতে গোয়াল শূন্য করে ৫ গরু চুরির ঘটনার বিষয় টি। এসময় সখীপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক বৃন্দদের সাথে নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করতে ছুটে চলে যান তিনি।
উল্লেখ,টাঙ্গাইলের সখীপুর পৌর সভার ৯ নং ওয়ার্ডে (একরাতে) গোয়াল শূন্য করে ৫ টি গরু চুরি যাওয়া নিউজ টি বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়ার পর,কৃষক কামরুল ও গৃহকর্ত্রী রেহেনার খামার পরিদর্শন করেন

(মানবিক মেয়র) সখীপুর পৌর সভার নগর পিতা তিন বারের সফল(বর্তমান)মেয়র জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ।

 

 

তিনি এমন ভয়াবহ চুরির ঘটনার তীব্র নিন্দা ও তদন্ত সাপেক্ষে দ্রুত প্রশাসনের কঠোর নজরদারি ও দৃষ্টি কামনা করেন।
এর আগে সখীপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক বৃন্দ
পৌর পিতাকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান।

 

 

 

সখীপুর পৌর সভার নগর পিতা তিন বারের সফল (বর্তমান) মেয়র জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বলেন, “যাদের জন্য আমি আজ জনপ্রতিনিধি তাদের দুঃখকষ্ট দেখলে আমার হৃদয়ে পিড়া দেয়”আমি যেন কখনো ভুলে না যাই আমি একজন মুক্তিযোদ্ধা।আমি এই বাংলার মানুষের জন্য পাকিস্তানের বিপক্ষে যুদ্ধে অংশ গ্রহণ করেছিলাম নিজের জীবন বাজি রেখে, কোন রক্তচক্ষু আমাকে থামাতে পারেনি,এখন তো একটি ছোট্ট শহর পৌর সভার দায়িত্ব পেয়েছি,এদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে মনে শান্তি পাই। আশা করি খুব শীঘ্রই সখীপুর প্রশাসনকে সাথে নিয়ে পৌর সভার জানমালের নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ।
আমার ৬৮ তম জন্মদিনে সকল নির্যাতিত,নিপীড়িত গণমানুষের পাশে দাড়াতে পেরে নিজের জন্ম সার্থক করতে চাই।জীবনের বাকিটা সময় জনগণের দুঃখকষ্টের ভাগিদার হতে চাই।

 

 

এছাড়াও মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ দে-শ বাসীসহ সখীপুর পৌর সভা ও নিজের জন্য সকলের কাছে দোয়া চান তিনি।