আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে টাঙ্গাইলে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে টাঙ্গাইলে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

 

জুয়েল রানা:

টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নের ৩টি গ্রামের অসহায়, দুঃস্থ ও কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

আজ বুধবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে টাঙ্গাইল এ কার্যক্রমের আয়োজন করে।

 

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সদস্য শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন।

 

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজের অর্থায়নে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং বাংলা’র মনিটর আবু তাহের, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সদস্য নঈম উদ্দীন, মোহাম্মদ তামজিদ আহমেদ খান পিয়াস, সাহাফ আল তাইফ, তানজীম তাবিব,শহীদুজ্জামান বেলাল, ইমরান খান প্রমুখ।

 

 

এ সময় স্থানীয় বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ সার্বিক সহযোগিতা করেন। ক্লাবের সাধারণ সম্পাদক ও ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং বাংলা’র মনিটর আবু তাহের বলেন, মহান আল্লাহর দরবারে হাজার হাজার শোকরিয়া যিনি অসহায়, দুঃস্থ ও কর্মহীন হতদরিদ্র পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার তৌফিক দান করেছেন।

 

 

 

তিনি আরও বলেন, জাকারিয়া চৌধুরী যুবরাজ একজন মানবতার ফেরিয়ালা। তারই অর্থায়নে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা সম্ভব হয়েছে। আগামীতেও যেন এ ধারা অব্যাহত রাখতে পারেন এজন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

 

 

 

সভাপতি শফিকুল ইসলাম বলেন, মানুষ মানুষের জন্য। যাদের অর্থায়নে, শ্রম-ঘামে ঈদ সামগ্রী বিতরণ সুন্দর ও সফল হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।

ঈদ সামগ্রী উপহার পেয়ে উপস্থিত সবাই খুশী এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget