সখীপুরে ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন এর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ৩:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৩

সখীপুরে ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন এর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

 

খাঁন আহম্মেদ হৃদয় পাশা
বিশেষ প্রতিনিধি:

 

টাঙ্গাইলের সখীপুর উপজেলার ০১ নং কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন দুলাল ইউনিয়ন বাসীর খুজ খবর নিতে বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে জনতার সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন।

 

 

 

শনিবার(২২ এপ্রিল) সকাল ৮ টা হতে রাত ৮ পর্যন্ত স্ব স্ব ওয়ার্ড মেম্বার ও স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে জনতার খুজ খবর নিতে নিজ পরিবার ব্যাতি রেখে বিভিন্ন ওয়ার্ড চষে বেড়ান তিনি।

 

 

সকাল ৮ টায় কাকড়াজানের গড়বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে ২ নং ওয়ার্ডের ইন্দারজানী বাজার,হেংগারচালা বাজার,খানমোড় বাজার সহ পোড়া বাসা ও ০৩ নং ওয়ার্ডের শ্রীপুর রাজনীতি মোড়,৬ নং ওয়ার্ডের জিতাশ্বরী বাজার,০৯ নং ওয়ার্ডের মহানন্দপুর,বেড়ি খোলা ও হারেঙ্গাচালা বাজারে গণ মানুষের সাথে সকাল থেকে একটানা রাত ৮ টা পর্যন্ত ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

 

 

 

এ-র আগে দুপুরে পোড়া বাসা হাজী ইন্নছ নগর এর প্রতিষ্ঠাতা দানবীর আজিজ ফকির এর বাড়িতে একটি ঘরোয়া দাওয়াতে উপস্থিত ছিলেন, এরপর ০৩ নং ওয়ার্ডের টিকুরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও স্পোর্টস একাডেমী কর্তৃক ঈদ পূর্ন মিলনী২০২৩ এর আয়োজনে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তিনি।

 

 

 

এছাড়াও আগামীকাল ২৩ এপ্রিল কাকড়াজানের বাকি সবগুলো ওয়ার্ডের সর্বস্তরের নেতা কর্মীদের সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন বলেও জানান তিনি।

 

 

এসময় কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন দুলাল এর সফর সঙ্গী হিসেবে স্ব স্ব ওয়ার্ডের মেম্বার গণসহ স্থানীয় নেতৃবর্গ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget