জিতাশ্বরী ঢনঢনিয়া অনার্স এসোসিয়েশনের কমিটি গঠন

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৩

জিতাশ্বরী ঢনঢনিয়া অনার্স এসোসিয়েশনের কমিটি গঠন

সখীপর প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ঐতিহ্যবাহী সংগঠন ‘জিতাশ্বরী ঢনঢনিয়া অনার্স এসোসিয়েশন’। শনিবার (২৩ এপ্রিল) ঈদ পরবর্তী একটি প্রোগাম শেষে সংগঠনটির ২০২৩-২৪ সালের কার্যকরী এই কমিটি গঠন করা হয়।

 

 

মাহমদুল হাসান মুকিবকে সভাপতি, আবু নাঈমকে সাধারণ সম্পাদক ও কাইয়ুম আহমদকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, মফিজ উদ্দিন, রহুল আমিন, লেবু,বাইজিদ, প্রতিষ্ঠাতা সভাপতি খালেদ মাসুদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক সভাপতি আরিফ রাজু সহ ৬নং ওয়ার্ডের অনার্সে অধ্যায়নরত মেধাবী তরুণ যুবকগণ।

 

 

 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু নাঈম জানান, সংগঠনের সৃষ্টিশীল কাজের ধারা বজায় রাখতে নতুন কমিটি গঠন করা হয়েছে। সেই মাধ্যমিক বিদ্যালয় থেকে- বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনে কাজ করার সুযোগ হলেও নিজ গ্রামের সংগঠনে কাজ করা হয়নি। প্রিয় এই সংগঠনটি এলাকার শিক্ষিত তরুণদের উদ্যমী করতে এবং এলাকার মানুষের পাশে থাকাকে সহজ করে দিবে এই প্রত্যাশা করি।

 

 

প্রসঙ্গত, ২০১৮ সালে অনার্সে অধ্যায়রত একদল শিক্ষার্থীদের হাত ধরে গঠিত হয়েছিল ‘জিতাশ্বরী ঢনঢনিয়া অনার্স এসোসিয়েশন’।

গত কয়েকবছরে সংগঠন কর্তৃক বাস্তবায়িত উদ্যোগসমূহ:

• বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষা সেমিনার ও ক্যারিয়ার আড্ডা হয়েছে।
• বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা হয়েছে।
• ৬নং ওয়ার্ডের দ্ররিদ্র শিক্ষার্থীদের জন্য স্থায়ী শিক্ষাবৃত্তির ঘোষণা।
• প্রতিবছরই ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন অভিযান।
• প্রতিবছরই দরিদ্র ও এতিম ভাই-বোনদের নিয়ে ছোট বড় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
• এতিমদের জন্য বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়েছে।
• অসহায় ব্যক্তিদেরকে ত্রাণ ও উপহার সামগ্রী প্রদান করা করা হয়েছে।
• বিভিন্ন সময়ে দ্রারিদ্র পরিবারদেরকে বিশেষ সহায়তা প্রদান।
• করোনাকালীন পরিস্থিতিতে নগদ অর্থ প্রদান ও ত্রাণ বিতরণ।

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget