ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৩
খাঁন আহম্মেদ হৃদয় পাশা
বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রকৌশলী ফারজানা আলম এর হস্তক্ষেপে কাকড়াজানে বাল্যবিবাহ বন্ধ করে দিল স্থানীয় চেয়ারম্যান দুলাল হোসেন দুলাল।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ী গ্রামের এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।
জানা যায়,উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ী গ্রামের মোঃ বিল্লাল হোসেন এর মেয়ে জেসমিন আক্তার(১৭) ও উত্তর গড়বাড়ী গ্রামের মোঃ মোস্তফা মিয়ার ছেলে মোঃ মিনহাজ উদ্দিন (২১) এর মধ্যে একটি বাল্যবিয়ের আয়োজন করা হয়।
এসময় সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রকৌশলী ফারজানা আলম গোপন সূত্রে একটি বাল্যবিয়ের তথ্য পেয়ে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন দুলাল কে অবহিত করলে,তাৎক্ষণিক মেয়ের বাবার সহযোগিতায়
এ বাল্যবিবাহ বন্ধ করে দেন তিনি।
এবিষয়ে মেয়ের বাবা মোঃ বিল্লাল হোসেন এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,আমার মেয়ে জেসমিন আক্তার, সখীপুর মহিলা কলেজের ইন্টারমিডিয়েট এর প্রথম বর্ষের ছাত্রী তার বয়স প্রায় ১৮ বছর, এখন সরকারের আইন অনুযায়ী আমার মেয়ের বয়স হয়নি এবং বাল্যবিয়ে একটি সামাজিক অপরাধ।
এরইমধ্যে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে ফোন দিয়ে এ ব্যাপারে অবগত করার পর দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি নিজেই বিয়েটি বন্ধ করে দিয়েছি।
আমি আমার ভুল বুঝতে পেরেছি।
এদিকে(বর)মোঃ মিনহাজ উদ্দিন করটিয়া সা’দত কলেজের অনার্স প্রথম বর্ষের একজন ছাত্র বলে জানা যায়।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ