মাদীনাতুল ঊলূম ওয়াহেদ নগর মাদরাসার নতুন ছাত্র ভর্তি চলছে

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩

মাদীনাতুল ঊলূম ওয়াহেদ নগর মাদরাসার নতুন ছাত্র ভর্তি চলছে

মাদীনাতুল ঊলূম ওয়াহেদ নগর মাদরাসার নতুন ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ময়মনসিংহের ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে অবস্থিত। আপনারা যারা সন্তানদের আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে চান, আদরের সন্তানকে যোগ্য হাফেজ-আলেম বানাতে চান, তাদের জন্য এই মাদরাসা হবে সেরা প্রতিষ্ঠান।

যোগ্য এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে অত্যন্ত যত্নের সঙ্গে আপনার সন্তানকে পড়াশোনা করানোর দায়িত্ব নিচ্ছি। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন। আবাসনের জায়গা কম থাকায় সীমিত সংখ্যায় নতুন ছাত্র ভর্তি নেয়া হবে।

এতিমদের জন্য বোর্ডিং খরচ সম্পূর্ণ ফ্রি। দরিদ্রদের জন্য বোর্ডিং খরচে বিশেষ ছাড় রয়েছে।

মাদীনাতুল ঊলূম ওয়াহেদ নগর মাদরাসা
ডাকাতিয়া, ভালুকা, ময়মনসিংহ
ভর্তিসহ সার্বিক বিষয়ে যোগাযোগ: 01870003450, 01409842473

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget