সখীপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা 

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, মে ১, ২০২৩

সখীপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা 

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের সখীপুরে পছন্দের ছেলের সাথে বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে ঠিক করায় বিষপানে আয়েশা আক্তার আশা (১৮) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। নিহত আয়েশা আক্তার উপজেলার কচুয়া গ্রামের আজহার আলীর মেয়ে এবং সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

 

 

গত ২৫ এপ্রিল ওই ছাত্রীর তার মতের বিরুদ্ধে বিয়ে দেওয়ার চেষ্টা করলে সে অভিমানে বিষ পান করে। চিকিৎসাধীন অবস্থায়  ০১ মে সোমবার ভোর রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হলে পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সখীপুর সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্রী আয়শা আক্তার আশার সঙ্গে প্রতিবেশী সহপাঠীর প্রেমের সম্পর্ক ছিল। গত ২৫ এপ্রিল তাকে পারিবারিকভাবে তার মতের বিরুদ্ধে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেয় তার পরিবার। তার মতের বিরুদ্ধে অন্যত্র বিয়ে দেওয়ার কথা শুনেই সে বিষপান করে। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাকনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ১ মে সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।

 

 

এ ব্যাপারে সখীপুর থানার ওসি রেজাউল করিম জানান, বিষপানে আত্মহত্যা করা মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget