সখীপুরে ট্রাফিট্রাক্টর উল্টে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মে ১, ২০২৩

সখীপুরে ট্রাফিট্রাক্টর উল্টে গৃহবধূর মৃত্যু
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের সখীপুরে মাটিভর্তি ট্রাফিট্রাক্টর উল্টে
নাসরিন আক্তার (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। আজ সোমবার (০১ এপ্রিল) সখীপুর উপজেলার কাকাড়াজান ইউনিয়নের জিতাশ্বরী দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের জামাল বাদশার স্ত্রী।
স্থানীয়রা জানান, আজ সকালে জিতাশ্বরী গ্রামের জামাল বাদশার বাড়িতে ট্রাফিট্রাক্টর দিয়ে মাটি ফেলা হচ্ছিল। হঠাৎ মাটিবোঝাই ট্রাফিট্রাক্টরটি উল্টে যায়। এ সময় নাসরিন আক্তার ওই ট্রাফিট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কোনো অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget