ঢাকা ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, মে ৫, ২০২৩
খাঁন আহম্মেদ হৃদয় পাশা,
বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর ও ঘাটাইল উপজেলার সিমান্ত এলাকা ধলাপাড়া রেঞ্জের ইন্দারজানী মৌজার চাটারপাড়া গ্রামের মৃত আবুল হাজীর ছেলে মোঃ হায়দার মাস্টার ও সাউথ আফ্রিকা প্রবাসী শাহআলমের ২০০ বছরের পুরাতন বসতভিটায় নতুন ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে স্থানীয় বন বিভাগ।
শুক্রবার(৫ মে)ভোরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ধলাপাড়া রেঞ্জের ইন্দারজানী মৌজার চাটারপাড়া গ্রামের ৭৮৫ দাগে বনের সংরক্ষিত জায়গায় ব্যক্তি মালিকানায় ঘর নির্মাণ করায়,একটি নতুন বিল্ডিং (একতলা ভবন)ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে স্থানীয় বন বিভাগের যৌথ অভিযানের একটি টিম।
অভিযান পরিচালনার নেতৃত্ব দেন,টাঙ্গাইল দক্ষিণ (২) এর সহকারী বন সংরক্ষক মোঃ আবু সালেহ।
এসময় আরও উপস্থিত ছিলেন, রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল ইসলামসহ সাগরদিঘী বিট,বহেরাতৈল বিট,বটতলী বিট,ঝরকা বিট,দেউপাড়া বিট,কাকড়াজান বিট কর্মকর্তাসহ বিভিন্ন ফরেস্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ।
এবিষয়ে জানতে চাওয়া হলে বন বিভাগের কর্মকর্তা গণ বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে আজ ভোরে বন বিভাগের যৌথ অভিযান চালিয়ে ৭৮৫ দাগের সংরক্ষিত বনের জায়গায় রাতের আঁধারে ঘর নির্মাণ করায় তাদের ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে এবং বন আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া কাজ শুরু হয়েছে।
সরকারের বন রক্ষায় এ অভিযান অব্যহত থাকবে।
ঘর মালিক মৃত আবুল হাজীর বড় ছেলে মোঃ হায়দার মাস্টার বলেন, জায়গাটি খাস কিন্তু আমাদের কোন রেকর্ড সম্পত্তি না থাকায় এবং আমাদের পূর্ব পুরুষগণ এখানে ২০০ বছর ধরে বসবাস করে আসছে, বন বিভাগের কোন কর্মকর্তাকে না জানিয়ে রাতের আঁধারে ঘর নির্মাণ করি কিন্তু কিছু অসাধু লোক বন বিভাগের কাছে অভিযোগ করেছে এজন্য আজ আমার নতুন একতলা ভবন টি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন বন বিভাগের কর্মকর্তাগণ। এবং ঘর নির্মাণ না করতে বলে গেছেন তারা।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী “যেদেশে রোহিঙ্গারা আশ্রয় পায় সেই দেশে বাপদাদার ২০০ বছরের পৈত্রিক বসতবাড়িতে আমরা কেন নতুন বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকতে পারব না”?
আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর বিচারের দাবি করছি।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : আশরাফুল আলম শরীফ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ