ঢাকা ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, মে ১৫, ২০২৩
সখীপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের সখীপুরে জুয়া খেলার আসর থেকে পালিয়ে যাওয়ার সময় ১১ যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাদের নামে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে। উপজেলার সীমান্তবর্তী বেড়বাড়ি এলাকা থেকে রবিবার রাত ৯টার দিকে তাদের আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো উপজেলার পলাশতলীর মীর ছায়েম (৪৫), হলুদিয়া চালার মো. রিফাত (২৫), গড়গোবিন্দপুরের অইয়ুব আলী (৪১), পৌরসভার ৬ নং ওয়ার্ডের নুরুল ইসলাম (৪৭), কালিহাতী উপজেলার মো. বিল্লাল (৫০), আশুলিয়ার মো. শরিফুল ইসলাম (৪২) ও হাসান (৪৫) কালিয়াকৈর উপজেলার সাঈদ (৪৫) ও আবুবকর (৪০) ধামরাই উপজেলার ছাত্তার (৪৭), কাশিমপুর উপজেলার সাদেক হোসেন (৪৫)।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর ও বাসাইল উপজেলা সীমান্তবর্তী এলাকায় জুয়া খেলার সংবাদ শুনে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় ১১ জনকে আটক করি। সোমবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ