সখীপুরে কাকড়াজানের সচিব গজারিয়া ও বহুরিয়ার সচিব কাকড়াজানে বদলি

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, মে ১৭, ২০২৩

সখীপুরে কাকড়াজানের সচিব গজারিয়া ও বহুরিয়ার সচিব কাকড়াজানে বদলি

 

খাঁন আহম্মেদ হৃদয় পাশা
বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদের সচিব শাহনাজ আক্তার গজারিয়া ইউনিয়ন পরিষদে বদলি জনিত কারণে বিদায় এবং উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব আককাছ আহমেদ কাকড়াজান ইউনিয়ন পরিষদে আগমন উপলক্ষে উষ্ণ অভ্যর্থনা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার (১৭ মে) বিকেলে কাকড়াজান ইউনিয়ন পরিষদ ভবনে সচিব শাহনাজ আক্তার এর বিদায় ও সচিব আককাছ আহমেদ এর আগমন উপলক্ষে উষ্ণ অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

জানা যায়, শাহনাজ আক্তার দীর্ঘ ৭ বছর কাকড়াজান ইউনিয়ন পরিষদে সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে বদলি জনিত কারণে বিদায় নেন তিনি।

 

এদিকে কাকড়াজানে নতুন সচিব হিসেবে দায়িত্বভার বুঝে নিলেন আককাছ আহমেদ। তিনি এর পূর্বে উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

 

এসময় বক্তব্য রাখেন ০১ নং কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল,নবাগত সচিব আককাছ আহমেদ ও বিদায়ী সচিব শাহনাজ আক্তার।
এছাড়াও পরিষদের ইউপি সদস্যগণসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠান শেষে বিদায়ী সচিব শাহনাজ আক্তার জন্ম,মৃত্যু নিবন্ধন কার্যক্রমে কাকড়াজান ইউনিয়ন পরিষদ টাঙ্গাইল জেলার মধ্যে চতুর্থ স্থান দখল করায় গ্রাম পুলিশদের মধ্যে পুরস্কার বিতরন করে। সচিব শাহনাজ আক্তার কাকড়াজান ইউনিয়নে দায়িত্ব পালন কালে তার কর্ম জীবনের সকল ভুল ত্রুটির জন্য ক্ষমা এবং দোয়া চান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget